মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে যুবক আটক

স্টাফ রিপোর্টার, মনপুরা ॥ ভোলার মনপুরায় বিশেষ অভিযানে চালিয়ে একজনকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুর ১ টায় উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার থেকে আটক করা হয়। পরে দুপুর ২ টায় আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃত হলেন, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ইসহাক মাঝির ছেলে নুরুল ইসলাম (৪০)। এই বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ বলেন, পুলিশের বিশেষ অভিযানে একজনকে আটক করা হয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামী।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।