ভোলায় এনসিপি’র কমিটি পুনর্গঠনের দাবীতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটি স্থগিত করে তৃণমূলকে প্রাধান্য দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পুনর্গঠনের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলার নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে পুনর্গঠনের দাবী জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত। তিনি বলেন, সম্প্রতি ভোলার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যই বিগত দিনে এই দলের সাথে সম্পৃক্ত না থাকার বহু মানুষকেই কমিটির মূল পদে রাখা হয়েছে। যেখানে তৃণমূলের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ করে কমিটি করার কথা থাকলেও তা না করে ঢাকায় বসেই সেখানে রাজনীতি করার লোকদেরকে দিয়েই করা হয়েছে ভোলার আহ্বায়ক কমিটি। এতে যোগ্য ও পরিশ্রমির নেতাদের কোনভাবে মূল্যায়ন করা হয়নি। ব্যক্তিগত সুপারিশে বিভিন্ন লোকদেরকে কমিটিতে আনা হয়েছে। এমনকি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় নীতিমালা ভঙ্গ করে এই কমিটি দেয়া হয়েছে।
শুধু তাই নয়, এনসিপিকে অন্য রাজনৈতিক দলের বি-টিম তৈরির করার লক্ষ্যে অন্য রাজনৈতিক দলের লোকদেরকে এখানে কমিটিতে স্থান দেয়া হয়েছে। একই ব্যক্তিকে একাধিক পদে পদায়ন করা হয়েছে। যুবশক্তি ও মূল দলে একসাথে পদে থাকা না গেলেও বহুজনকে দুই দলের মধ্যে রাখা হয়েছে। এমনকি যারা ঢাকায় বসে রাজনীতি করে তাদের কি ভোলার কমিটির প্রধান পদগুলোতে স্থান দিয়ে তৃণমূলের স্থানীয়দেরকে বঞ্চিত করা হয়নি ? ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, এই কমিটি স্থগিত করে ৭২ ঘণ্টার মধ্যে যদি নতুন করে কমিটি পুনর্গঠন করা না হয় তা হলে এই কমিটির অন্তত ৪০ জন নেত-কর্মী পদত্যাগ করবেন এমনটাই জানিয়েছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপি’র যুগ্ম সদস্য সচিব তাজিন রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব, কোষাধক্ষ্য হাফেজ ডাক্তার মোহাম্মদ জহুরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ সবুজ মিয়া, রুহুল আমিন, আলাউদ্দিন, নাসরিন জাহান হাবিবা, মোহাম্মদ নুরনবী, মোহাম্মদ লিমন, মোঃ সুজন, মোহাম্মদ ইব্রাহিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।