স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলার দক্ষিণ মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজ পাটোয়ারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত ওই বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এদিন শিক্ষক মো. সিরাজ পাটোয়ারীর ৩৫ বছরের চাকরি জীবনের শেষ কর্মদিবস ছিল।
দক্ষিণ মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের আয়োজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহিন।
বিদায়ী প্রধান শিক্ষক মো. সিরাজ পাটোয়ারী বলেন, এই বিদ্যালয়ে শিক্ষকতার শুরু থেকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে সব সময় সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। বিনয়ের সঙ্গে চলাফেরা করেছি। শিশু শিক্ষার্থীদের সব সময় ¯েœহ করেছি। এলাকার সকল শ্রেণিপেশার মানুষজনকে শ্রদ্ধা করেছি, ভালোবেসেছি। তবুও নিজের অনিচ্ছায় ভুল হতে পারে। তাই সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবাই দোয়া করবেন অবসরের দিনগুলো যেন সুন্দরভাবে কাটাতে পারি। একইসঙ্গে এই বিদ্যালয় যেন সুনামের সঙ্গে ভবিষ্যতে আরো এগিয়ে যায় এ জন্য কর্মরত শিক্ষক-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধও করেন তিনি।
লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল বশার, দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. হাসান সুমন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-নয়নসহ লালমোহন ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাকরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মুহাম্মদ মাকসুদুর রহমান