বোরহানউদ্দিনে ২ মাদকসেবিকে কারাদন্ড

মনিরুজ্জামান ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পৃথক দুটি অভিযানে দুই মাদক সেবিকে জেল ও অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সহকারী কমিশনার ভূমি রনজিৎ চন্দ্র দাস উপজেলার কাচিয়া ও বড় মানিকা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) জানান, মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের দালালপুর বাজারের নিজ বসত থেকে মো: মনির (৩৮), এবং বড় মানিকা বাজার সংলগ্ন এলাকা থেকে মো: সাইফুল বিশ্বাস (৪০) কে গাজা সেবনের অপরাধে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১নং অভিযুক্ত মনির কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ১ হাজার টাকা অর্থদন্ড এবং অপর অভিযুক্ত ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। এ কর্মকর্তা আরো জানান জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভোলা এবং বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টীম সার্বিক সহযোগিতা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।