ভোলায় সুইমিংপুলে মাসব্যাপী সাতার প্রতিযোগীতা উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন অধ্যায়। অনুর্ধ্ব-১৪ স্কুল শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে বহুল প্রত্যাশিত ভোলা সুইমিংপুল কমপ্লেক্সের। সোমবার (৩ নভেম্বর) সকালে ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয় সংলগ্ন নবনির্মিত সুইমিংপুল কমপ্লেক্স প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার সাফাতুল ইসলাম এবং সেনাবাহিনীর সার্জেন্ট আব্দুল মোমেন। যিনি সাঁতার প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন। সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অনুর্ধ্ব-১৪ বয়সের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় ৪৫ জন শিক্ষার্থীকে সাঁতারু হিসেবে বাছাই করা হয়।
জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, বাছাইকৃত সাঁতারুদের ৩০ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে তাদের বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোলার তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করতেই এই উদ্যোগ। ভোলার ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ জানান, সুইমিংপুল কমপ্লেক্স উদ্বোধনের মধ্য দিয়ে ভোলায় জল ক্রীড়া বিকাশে নতুন সম্ভাবনার সূচনা হলো। যা একদিন জাতীয় পর্যায়ে ভোলাকে প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
