ভোলায় তাঁতী দলের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় জেলা তাঁতী দলের কমিটি গঠন করা হয়েছে। গত ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) নবগঠিত ভোলা জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই আয়োজনে কেন্দ্রীয় ও জেলার বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব হাজী মজিবুর রহমান।
তাঁরা প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন, এরপর দোয়া মোনাজাতে অংশ নেন এবং সবশেষে দলীয় শপথ গ্রহণ করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদস্য আবুল কালাম আজাদ মাষ্টার। এছাড়াও ভোলা জেলা তাঁতী দলের আহ্বায়ক নুর ইসলাম মিলিটারি, সদস্য সচিব গিয়াস উদ্দিন হাওলাদার, যুগ্ম আহবায়ক আল আমিন মিঠু, আমিরুল ইসলাম, সদস্য মাহে আলম, মোঃ তারেক সিকদার সহ ৫১ বিশিষ্ট কমিটির ভোলা জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভোলা জেলা তাঁতী দলের কমিটি অনুমোদন করায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব হাজী মজিবুর রহমান ও কেন্দ্রীয় সদস্য আবুল কালাম আজাদ মাষ্টারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভোলা জেলা বিএনপি ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
