সর্বশেষঃ

ভোলায় মিনি ফুটবল টুর্নামেন্টে শহীদ স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

আমিনুল ইসলাম সাকিল ॥ নানান উচ্ছ্বাস উদ্দীপনা ও জাঁকজমক আয়োজনের মধ্যে দিয়ে ভোলা মধ্য চরনোয়াবাদে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে চরনোয়াবাদ আলতাজের রহমান কলেজ মাঠে আল আমিন স্মৃতি সংঘের আয়োজনে এই খেলাটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, ৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ১২ টি দল অংশগ্রহণ করেন। যারমধ্যে অন্য দল গুলোকে পেছনে ফেলে ফাইনালে অংশ নেয় শহিদ স্মৃতি সংঘ বনাম ওয়াসিম স্পটিং ক্লাব। খেলার পূর্বে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রেফারির বাশির সাথে শুরু হয় শহীদ স্মৃতি সংঘ বনাম ওয়াসিম স্পোর্টিং ক্লাবের মধ্যকার এ ম্যাচটি। খেলার প্রথম অর্ধে উভয় দল ১-১ গোলে সমতায় থাকেন। দ্বিতীয় অর্ধে গোল শুন্য অবস্থায় নির্ধারিত সময় শেষে এক এক গোলে সমতায় খেলাটি শেষ হয়। এরপর বিজয়ী নির্ধারণে খেলা গড়ায় ট্রাবেকারে, যেখানে হাড্ডা হাড্ডি লড়াই এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হিসেবে জয়েন লাভ করেন শহীদ স্মৃতি সংঘ। এসময় মাঠের চারদিকে কানায় কানায় পরিপূর্ণ অসংখ্য দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিজয় নির্ধারণের পরে বিজয়ী দলের সমর্থকদের উচ্ছাস ও আনন্দে কলেজের মাঠটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। খেলা শেষে অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিরা শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি অংশগ্রহণকারী দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন ও রানার আপ দুই দলকে ট্রফির পাশাপাশি ১ টি করে খাশি উপহার দেয়া হয়। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আমির হোসেন মিয়া, নূরে আলম,সগির আহমেদ, আল আমিন স্মৃতি সংঘের প্রধান উপদেষ্টা আকরাম হোসেন, জুয়েল আহমেদ, মো: আলি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও যারা এই টুর্নামেন্টিকে সফল সাফল্য করতে নিরলস ভাবে কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম আলামিন স্মৃতি সংঘের উপদেষ্টা মোঃ সোহেল, আজহার হোসেন বাপ্পি, শহিদুল ইসলাম হিরন,অনিক মাহমুদ, আকিদুল ইসলাম, মাহবুবুল আলম রাসেল, আনোয়ার হোসেন নোমান, আকবর হোসেন, আসাদুস জামান রুবেল, মনিসুর আহমেদ ও মোঃ শান্ত। আয়োজক কমিটি জানান এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আল আমিন স্মৃতি সংঘের উন্মোচন হয়েছে আগামীতেও জেলা ভিত্তিক ও বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের মধ্য দিয়ে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।