সর্বশেষঃ

ঢাকায় স্বর্ণ ও টাকা ডাকাতির মামলার ৩ আসামী ভোলা থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় প্রকাশ্য দিবালোকে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩২ লক্ষ টাকা ডাকাতির চাঞ্চল্যকর মামলার সাথে সম্পৃক্ত ৩ আসামিকে গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া এলাকা হতে ভোলা র‌্যাব-৮ তাদের গ্রেফতার করে। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা র‌্যাব-৮ ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঢাকাসহ সারাদেশে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল গ্রেফতারকৃতরা। এ ধরনের কর্মকান্ত করাই তাদের পেশা ও নেশা। তারই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর পৌনে ১১টার দিকে এজাহার নামীয় আসামি মোঃ বিল্লালসহ প্রায় ৫/৬ জন দুস্কৃতিকারী মাক্স পড়ে ঢাকার দারুস সালাম থানার মাজার রোডের ১ম কলোনীর শাহেদ ভিলা (বাসা নং ২৮/৪/৫) এর ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহর বাড়ীতে কৌশলে প্রবেশ করে বসতবাড়িতে অবস্থানরত স্ত্রী শাহেদা বেগমকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে হাত, পা ও মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে উক্ত বাসার আলমারীর লক ভেঙ্গে নগদ ৩২ লাখ ৫ হাজার টাকা ও ১০৫ ভরি স্বর্ণালংকার ও ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোন লুট করে দুস্কৃতিকারীরা। ভুক্তভোগী পরিবার অতঃপর ডিএমপি ঢাকার দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনাটি সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মামলা হওয়ার পর আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার মূলহোতা মোঃ বিল্লালকে র‌্যাব বৃহস্পতিবার সকালে ঢাকার সদর ঘাট এলাকা হতে গ্রেফতার করে। পরবর্তীতে উক্ত আসামী হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোলা র‌্যাব ক্যাম্প-৮ কে বিষয় সম্পর্কে অবহিত করে। ওই তথ্যের ভিত্তিতে ভোলা র‌্যাব-৮ এর একটি চৌকস দল আধুনিক তথ্য প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের মাধ্যমে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রামের হাওলাদার বাড়ী এলাকা হতে আসামী মোঃ হোসেন ওরফে সোহান (৩৩), বকুল বিবি (৫৬) ও কুলসুম বিবি (৫০) কে গ্রেফতার করা হয়। এছাড়াও গ্রেফতারকালে লুণ্ঠিত মালামালের মধ্যে ১ ভরি ১০ আনা ১ রতি ৪ পয়েন্ট স্বর্ণালংকার ৮ ভরি ২ আনা ও রতি সিটি গোল্ড, নগদ ৮০ হাজার টাকা এবং তাহাদের ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। এদিকে আসামী মোঃ হোসেন ওরফে সোহান (৩৩), বকুল বিবি (৫৬) উভয়ে ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া এলাকার বাসিন্দা। এছাড়া অপর আসামী কুলসুম বিবি (৫০) একই উপজেলার নবীপুর এলাকার বাসিন্দা। মামলার সাথে সম্পর্কিত অপরাপর পলাতক সহযোগীদের নাম ঠিকানা সনাক্ত পূর্বক তাদের গ্রেফতারের নিমিত্তে র‌্যাবের গ্রেফতারি অভিযান অব্যাহত রয়েছে। দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে এবং সন্ত্রাসীমূলক কার্যক্রম প্রতিরোধে র‌্যাবের এই অভিযান অব্যহত থাকবে এমনটাই জানিয়েছে ভোলা র‌্যাব ক্যাম্প-৮ এর অধিনাকয় লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি।
উল্লেখ্য, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের শান্তি-শৃংখলা রক্ষায় বিভিন্ন ধরণের সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত চাঞ্চল্যকর ঘটনা, বিশেষ করে হত্যা, ধর্ষণ, গণ-ধর্ষণ, ডাকাতি, প্রতারণা এবং অপহরণসহ বিভিন্ন আলোচিত ঘটনার সহিত জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করার ক্ষেত্রে র‌্যাব সর্বদাই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরূপ কার্যকলাপসহ অন্যান্য কার্যকলাপের মাধ্যমে অপরাধ সমন এবং নিয়ন্ত্রণপূর্বক দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে র‌্যাব।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।