সর্বশেষঃ

বাপ্তায় শক্তি সংঘ’র ফুটবল টুর্নামেন্টে ফ্রেন্ডস একাদশ চ্যাম্পিয়ন

আমিনুল ইসলাম শাকিল ॥ ভোলায় বাপ্তা শক্তি সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ৩-১ গোলের ব্যবধানে মেহের আলী স্মৃতি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রেন্ডস একাদশ। সোবমার বিকালে বাপ্তা ভোটের ঘর ইউনিয়ন পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুসলিম পাড়া কর্তৃক এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল সহ সভাপতি পারভেজ সাইফ, তিতুমীর কলেজ ছাত্রদল যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল তারেক, নিউ মডেল কলেজ ছাত্রদল সদস্য সচিব আব্দুর রহিম সহ জেলা ও বাপ্তা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন বলেন, যেভাবে আজ যুব সমাজ মাঠ ছেড়ে ঘর মুখি কি হচ্ছে, বিভিন্ন মাদক এবং অনৈতিক কাজের জড়িয়ে যাচ্ছে, সেই সময় এমন টুর্নামেন্টের আয়োজন সত্যি প্রশংসনীয়। আগামী দিনে এরকম আয়োজন অব্যাহত রাখার পাশাপাশি আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় সেখানে জেলা উপজেলা এবং বাপ্তা ইউনিয়ন বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ খেলায় অংশ নেয়া খেলওয়ার, দর্শক উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। এ সময় ৩-১ গোলের ব্যবধানে মেহের আলী স্মৃতি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রেন্ডস একাদশ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী এবং রানারআপ দলের মাঝে ট্রফিসহ পুরস্কার বিতরণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।