গণহত্যা চালিয়ে হাসিনা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল : মেজর হাফিজ
মনপুরায় ৩ দফা দাবীতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মনপুরা ॥ ভোলার মনপুরায় তিন দফা দাবীতে মানববন্ধন করেছে বে-সরকাররি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা। এতে উপজেলার ১৬ টি বে-সরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহন করেন। বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত মনপুরা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২০ ভাগ বাড়ি ভাড়া, ১৫ শত টাকা মেডিকেল ভাতা ও ৭৫ ভাগ উৎসব ভাতা বৃদ্ধির দাবী করে বক্তব্য রাখেন, মনপুরা ফাজিল মাদ্রাসার উপাধাক্ষ্য আমিনুল ইসলাম জসিম, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, ফকিরহাট হাট মাদ্রাসার সুপার মাও, শিহাব উদ্দিন, উত্তর সাকুচিয়া মহিলা মাদ্রাসার সুপার মাও, শামসুদ্দিন। পরে দুপুর ২ টায় উপজেলা পরিষদ হলরুেম উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি এর সাথে তিন দফা দাবী নিয়ে শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
