গণহত্যা চালিয়ে হাসিনা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল : মেজর হাফিজ
একজন মুক্তিযোদ্ধা ও কাফনের কাপড়

গেল মঙ্গলবার ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় মুক্তিযোদ্ধাদের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে ভোলা জেলা আহবায়ক কমিটি, চরফ্যাশন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপস্থিত ছিলেন। সভার বিভিন্ন কার্যক্রম পরিচালনার পর এমন একটি দৃশ্যের অবতারণা হয় যা সঠিক ভাবে ব্যাখা করা সম্ভব কিনা জানিনা, তবে হৃদয় বিদারক। মুক্তিযোদ্ধা ইউনুস নিজ ব্যয়ে একটি কাফনের কাপড় নিয়ে এসেছেন। তার অনুরোধ এই কাফনের কাপড়টি জেলা মুক্তিযোদ্ধা আহবায়ক তার হাতে তুলে দেবেন যেন তার মৃত্যুর পর একজন মুক্তিযোদ্ধার হাতে দেয়া কাফনের কাপড়টি পরে তার দাফন হয়। কান্নার রোল সমস্ত অডিটরিয়ামে। বড় জোর আর ৬/৭ বছর। এর পর দেশবাসী আমাদের চাইলেও জীবিত মুক্তিযোদ্ধা আপনারা আর পাবেন না। আমাদের সহযোদ্ধাদের ঐক্য এখনো ইস্পাত দৃঢ়, অথচ এই দেশ আমাদের সঠিক ভাবে ব্যাবহার করতে পারেনি। দেশপ্রেমিক মুক্তি যোদ্বারা কখনই দেশের অমঙ্গলে নিয়োজিত ছিলোনা বা হয়নি। আর যারা অমঙ্গল করেছে তারা রনাঙ্গনে মুক্তিযোদ্বা ছিলনা, তারা ছদ্মবেশী মুক্তিযোদ্ধা, রাজনৈতিক মুক্তিযোদ্ধা।
মাহফুজুর রহমান
আহবায়ক
মুক্তিযোদ্ধা কাউন্সিল কমান্ড, ভোলা।
