চরফ্যাশনে এক সাংবাদিককে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দিলেন শ্রমিকলীগ নেতা
মোস্তফা মিয়াজির মৃত্যুতে মিয়া মোহাম্মদ ইউনুছের শোক

আমিনুল ইসলাম মঞ্জু খান ॥ ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, ভোলা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য, প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা মিয়াজির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ। তিনি শোক বার্তায় বলেন, মোস্তফা মিয়াজি ছিলেন একজন ভালো মনের মানুষ। তিনি জাতীয় বন্ধুজন পরিষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। যখন যেখান, যে কোন প্রয়োজনে তাকে স্মরণ করলে তিনি নিজেকে উজার করে দিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে গেছে। তার চলে যাওয়ায় আমরা একজন দেশ প্রেমিক মানুষকে হারালাম। আমি তার মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের জন্য জান্নাতুল ফেরদাউস কামানা করছি।