ভোলায় হ্যান্ডবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”, তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে ভোলায় হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় ভোলা সদর উপজেলার নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২৬) এর আওতায় ভোলা জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মিয়া মোঃ নুরে আলম লিটন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল কাদের সবুজ। সভাপতিত্ব করেন সাপাতুল ইসলাম জেলা ক্রীড়া অফিসার। প্রতিযোগিতায় মোট ৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ হয় নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিত উভয় দলকেই পুরস্কৃত করা হয়।
এসময় বক্তারা বলেন, বর্তমান যুগে ছেলেমেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। এ সময় প্রচুর দর্শক উপস্থিত থেকে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি উপভোগ করেন। ক্রীড়া অফিসার আরো বলেন, ভোলায় যে সকল বালক সাঁতার জানেননা তাদের জন্য বিবার মানবতার দুয়ারের আয়োজনে প্রতিদিন (দুপুর ১টা থেকে ২টা) সদর হাসপাতাল পুকুরে দক্ষ প্রশিক্ষক দ্বারা বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ চলছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।