চরফ্যাশনে এক সাংবাদিককে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দিলেন শ্রমিকলীগ নেতা
ভোলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার : “বি এ হ্যান্ড ওয়াশিং হিরো বা হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হয় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। বুধবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকাল ১০ টার পর বের হয় একটি বর্ণাঢ্য রেলি। জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলীটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কিছু পথ প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়। বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণকৃত রেলি শেষে অনুষ্ঠিত হয় হাত ধোয়া প্রদর্শনী। প্রদর্শণীতে ডিসি আজাদ জাহান নিজের হাত সঠিক পদ্ধতিতে ধুয়ে উপস্থিত সকলকে নিয়মিত হাত ধোয়ার পরামর্শ প্রদান করেন।
প্রায় আধা ঘন্টা হাত ধোয়া প্রদর্শনী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি আজাদ জাহান বলেন, সঠিকভাবে হাত না ধোয়ার কারণে প্রতিদিন খাবারের সাথে বহু জীবানু আমাদের পেটে গিয়ে নানান রকম রোগের জন্ম দেয়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়। তাছাড়া আমাদের ধর্মেও আছে পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাই সকলে সঠিকভাবে হাত ধুয়ে খাবার খেতে হবে।
জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের নির্বাহী পরিচালক এস এম মাহমুদুর রহমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন এনজিও কর্মী,দুজন শিক্ষার্থী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ মোঃ বুলবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাহিস্ট্রেট অনিন্দ্য মন্ডল,সদর উপজেলার নার্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অসীম প্রসাদ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন, জেলা অফিসের উপ সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।