ফুটবল বাংলাদেশ ও পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা : মেজর হাফিজ

জাহিদ দুলাল ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ফুটবল বাংলাদেশ ও পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। খেলাধুলার মাধ্যমে সমাজের অনেক খারাপ কাজ দুর হয়ে যায়। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ভোলার লালমোহন উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম স্টেডিয়াম মাঠে মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরো বলেন, ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা বিশ্বকাপের কয়েকটি খেলা দেখার আমার সুযোগ হয়েছে। ম্যাক্সিকো, যুক্তরাজ্য ও কোরিয়ার ফুটবল বিশ্বকাপ আমি সরাসরি দেখেছি। লালমোহন থানায় এত সুন্দর একটি উৎসব মুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন যা সত্যিই মনমুগ্ধকর। ইতোপূর্বে উপজেলায় এত সুন্দর আয়োজন কেহ করতে পারেনি। তিনি উপস্থিত সকলকে খেলা উপভোগ করার জন্য বলেন। খেলোয়ারগণ রেফারীর সিদ্বান্তকে মান্য করতে হবে। তবে খেলা কে কেন্দ্র করে কোন প্রকার অরাজকতা সৃষ্টি করা যাবে না। ফুটবল টুর্নামেন্ট আয়োজনকারীদের ধন্যবাদ জানান তিনি। লালমোহন উপজেলার রহিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা ভোলা জেলায় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে এ জন্য তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন একদিন বাংলাদেশের মেয়েরাও ফুটবল বিশ্বকাপ অর্জণ করবে।
লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাবেক সভাপতি মো. শাহরুখ হাফিজ ডিকো, পৌর বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, প্রেসক্লাব আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় কালমা ইউনিয়ন বনাম ধলীগৌরনগর ইউনিয়ন অংশগ্রহণ করে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।