চরফ্যাশনে এক সাংবাদিককে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দিলেন শ্রমিকলীগ নেতা
পাঁচ দফা দাবীতে ভোলায় খেলাফত মসলিসের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবীতে ভোলায় মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ভোলা শহরের সদর রোডে কে-জাহান মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিকে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট জুলুম-নির্যাতনের বিচার এবং ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ এই পাঁচ দফা দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ দাবী পূরণ না হলে বাংলাদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। জুলাই আন্দোলনের মূল লক্ষ্য বাস্তবায়ন না হলে দেশ আবারও একনায়কতন্ত্রের শাসনের দিকে ধাবিত হবে।
মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ভোলা-১ আসনের এমপি প্রার্থী মাওলানা আলি আকবর আজমী, ভোলা-২ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুস সালাম, জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন, বাইতুল মাল সম্পাদক সৈয়দ মাকসুদ, সাংগঠনিক সম্পাদক মুফতি কামাল উদ্দীন, দৌলতখান শাখা সভাপতি মাওলানা বেলাল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা আবু সাঈদ, খেলাফত যুব মজলিস জেলা সভাপতি মুফতি সাখাওয়াত আমিন, সহ-সভাপতি মুফতি তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নাঈম হাসান, বাইতুল মাল সম্পাদক মাওলানা ইউনুস, অফিস সম্পাদক মাওলানা মাকসুদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, যুব মজলিস সদর থানা সভাপতি মাওলানা আব্দুর রহমান, সহ-সভাপতি হাফেজ ইউসুফ প্রমূখ।