দৌলতখানের মেঘনায় অভিযান, ২০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় ইলিশ প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে দৌলতখান উপজেলার এসহাক মোড় সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন। অভিযানে স্থানীয় পুলিশের একটি টিমও অংশ নেয়। অভিযান চলাকালে একটি নৌকা সহ প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উদ্ধার করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, চলমান ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে আমরা নিয়মিত নদ-নদীতে টহল ও অভিযান পরিচালনা করছি। নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ আইনবিরুদ্ধ। তিনি আরো জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ জাল ব্যবহার বা ইলিশ শিকার করতে দেয়া হবে না।
মৎস্য বিভাগের কর্মকর্তারা বলেন, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৩০ অক্টোবর পর্যন্ত ভোলার সব নদ-নদীতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে। স্থানীয় জেলেরা মৎস্য বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এসব অভিযানের ফলে ইলিশের উৎপাদন যেমন বাড়বে, তেমনি দেশের অর্থনীতিও আরো সমৃদ্ধ হবে।
