সর্বশেষঃ

ভোলায় ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

আশরাফুল আলম সজিব : ভোলার দৌলতখান উপজেলায় এক মা নিজের বড় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, মুক্তিযোদ্ধা ভাতা ও পারিবারিক সম্পত্তি দখলসহ নানা হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। আজ সোমবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ওই মা অভিযোগ করে বলেন, স্বামী মারা যাওয়ার পর থেকে বড় ছেলে মিজান ও পুত্রবধূ রেহানা বেগম নিয়মিতভাবে তাকে নির্যাতন করে আসছে। তারা তাকে খাবার, চিকিৎসা ও মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করেছে এবং একপর্যায়ে ঘর থেকে বের করে দিয়েছে।
অভিযোগে তিনি আরও বলেন, বিষয়টি প্রকাশ করলে ছোট ছেলে রিয়াজকে হত্যার হুমকি দেয় মিজান ও রেহানা। পরে তিনি আদালতে মামলা দায়ের করেন, আদালত মিজানকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেন। কিন্তু জামিনে ছাড়া পেয়ে মিজান পুনরায় তাকে জুতা দিয়ে মারধর করে এবং ছোট ছেলেকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় তিনি দৌলতখান থানায় অভিযোগ দাখিল করলে, থানা পুলিশ ১১ অক্টোবর দুই পক্ষকে সালিশে ডাকে। কিন্তু নির্ধারিত দিনে মিজান থানায় উপস্থিত হননি। এর আগে মিজান ও রেহানা তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী কামাল ও ছাদ্দামসহ কয়েকজনকে নিয়ে ছোট ছেলে রিয়াজের ওপর হামলার চেষ্টা চালায় এবং মিথ্যা নারী নির্যাতন মামলায় জড়ানোর হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি। পরিস্থিতি অবনতির আশঙ্কায় ওই মা নিজের ও ছোট ছেলের নিরাপত্তার জন্য থানায় আরও একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
৮০ বছর বয়সী এই বৃদ্ধা সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, যে ছেলেকে কোলে পিঠে মানুষ করেছি, আজ সেই ছেলের হাতেই জুতার আঘাত খেতে হচ্ছে। একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে এটাই কি আমার প্রাপ্য?”
তিনি আরও জানান, তার একটি কিডনি বিকল, হাঁটুর রগ ছিঁড়ে গেছে এবং তিনি ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছেন। তবুও তিনি ন্যায়বিচারের আশায় সংবাদ মাধ্যম ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
সংবাদ সম্মেলনের শেষদিকে তিনি প্রশাসনের প্রতি আবেদন জানান, মিজান ও তার স্ত্রী রেহানাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কোনো মা যেন সন্তানের হাতে এমন নির্যাতনের শিকার না হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।