ভোলায় স্মার্ট প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন ও রিফ্রেশার্স ট্রেনিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন স্মার্ট প্রকল্পের পোলট্রি ও ফিশারিজ উপ-প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন ও রিফ্রেশার্স ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর স্মার্ট প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে সংস্থার হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাহবুব আলম। জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক এইচ.এম.জাকির হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর, উপপরিচালক (মনিটরিং) মোঃ আহসান উল্লাহ, উপপরিচালক (নিরীক্ষা) মোঃ মমিন উল্লাহ।
প্রকল্প সম্পর্কে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন উপপরিচালক গোপাল চন্দ্র শীল ও সহকারী পরিচালক ডা. তরুণ কুমার পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের এনভায়রনমেন্ট অ্যান্ড আরইসিপি অফিসার মোঃ মানছুর আলম শিকদার। এই প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রকল্পভুক্ত এলাকার এরিয়া ইনচার্জ, শাখা ইনচার্জ, অগ্রসর অফিসার এবং স্মার্ট প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।