ভোলার আলীনগরের মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু ইয়ানুর বেগমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা ৭নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু হিসেবে পরিচিত ইয়ানুর বেগম ও তার পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, ইয়ানুর বেগম ও তার ছেলে নাজিম সাজি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার ছত্রছায়ায় ইয়াবাসহ বিভিন্ন নেশাজাত দ্রব্য সহজলভ্য হয়ে পড়ায় কিশোর-কিশোরীরা নেশার অভ্যাসে জড়িয়ে পড়ছে। এর ফলে এলাকায় চুরি, ছিনতাই, মারামারি ও বিশৃঙ্খলার মাত্রা ভয়াবহভাবে বেড়ে গেছে।
স্থানীয়রা আরও বলেন, ইয়ানুর বেগম ও তার স্বামী নাজিম উদ্দিন ভূমি দখল ও হয়রানির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। যার জমি পছন্দ হয়, তাকে ভয়ভীতি দেখিয়ে কিংবা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জমি দখল করে নেয় তারা। প্রতিবাদ করলেই ওই পরিবার নানা হুমকি দেয় ও নতুন নতুন মামলা দিয়ে হয়রানি করে। এলাকাবাসীর দাবি, একজন জেলে নদীতে মাছ ধরলে পুলিশ ‘হলিউড স্টাইলে’ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে, অথচ সমাজের কলঙ্ক এসব মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
মানববন্ধনে বক্তারা ইয়ানুর বেগম ও তার পরিবারের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যদি আন্তরিকভাবে উদ্যোগ নেয়, তাহলে এদের আইনের আওতায় আনা সম্ভব। এলাকাবাসী ৪৮ ঘণ্টার মধ্যে ইয়ানুর বেগম ও তার সহযোগীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।