বোরহানউদ্দিনে জেলেদের ভিজিএফ’র তালিকা প্রকাশ

মোঃ ইকবাল হোসেন ॥ ২০২৫-২৬ অর্থবছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধকালীন সময়ে জেলেদের মধ্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভিন্নধর্মী ও প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন। সরেজমিনে দেখা গেছে, উপজেলার পক্ষিয়া, গংগাপুর, টবগী ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদে তালিকাভুক্ত জেলেদের নাম প্রকাশ্যে ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে কোন জেলে ভিজিএফ খাদ্যশস্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বা কে বাদ পড়েছেন-তা সবাই সহজে জানতে পারছেন। স্থানীয়দের মতে, এতে করে আগের মতো তালিকা নিয়ে ভিড় করা বা হয়রানির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার এই পদক্ষেপের বিষয়ে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান স্যারের নির্দেশে আমরা প্রথমবারের মতো জেলেদের তালিকা প্রকাশ্যে টানিয়ে দিয়েছি। যেন কেউ বাড়তি ভিড় করে হয়রানির শিকার না হয় সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। েেবারহানউদ্দিন উপজেলা প্রশাসনের এই কার্যক্রমের মাধ্যমে খাদ্যশস্য বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জেলেরা। তাদের মতে, এর ফলে স্বচ্ছ ও জবাবদিহিমূলক উপায়ে প্রকৃত জেলেরাই সহায়তা পাচ্ছেন।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন মাছ ধরা বন্ধকালীন সময়ে জেলেদের জীবনযাত্রা নির্বাহে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই ভিজিএফ খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে। এ সময় বোরহানউদ্দিন উপজেলার মোট ১৯,৩৫০ জেলে পরিবারের জন্য পরিবার প্রতি ২৫ কেজি হারে মোট ৪৮৩.৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
তালিকায় বোরহানউদ্দিন পৌরসভায় ৮০০, গংগাপুর ইউপি ২৫২০, সাচড়া ইউপি ১৪৬০, দেউলা ইউপি ৮০০, কাচিয়া ইউপি ১৬৭০, হাসাননগর ইউপি ২৮৭০, টবগী ইউপি ২৫৬০, পক্ষিয়া ইউপি ১৮৭০, বড়মানিকা ইউপি ৩৪৫০, কুতুবা ইউপি ১৭৫০ জেলে রয়েছে। সর্বমোট ১৯,৩৫০ জেলের জন্য ৪৮৩.৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে স্বচ্ছ ও জবাবদিহিমূলক উপায়ে খাদ্যশস্য বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জেলেরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।