ভোলায় ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডেস্ক রিপোর্ট ॥ “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযতেœ তোমায় রাখবো আগলে” এ প্রতিপাদ্যে ভোলায় যথাযোগ্য মর্যাদায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর, এবং প্রবীণ হিতৈষী সংঘ’র যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সাড়ে ১১ টকায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেন, জেলার প্রথম সাংবাদিক এম এ তাহের, ভোলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের ভোলা’র সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী গোলাম কবির এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, প্রবীণ হিতৈষী সংঘের কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, মোঃ মোবাশ্বের উল্লাহ চৌধুরী, ইসলামী আন্দোলন জেলা উত্তর শাখার সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম, এনসিপি নেতা মীর মোশাররফ অমি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, ভোলা’র সভাপতি মোঃ মেজবাহ উদ্দীন প্রমূখ। অনুষ্ঠানে প্রবীণ ও নবীন ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সংবাদকর্মী ও সুধীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।