ইয়ামিন হোসেন ॥ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে আগামীর রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এবং ভোলা সদর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হায়দার আলী লেলিন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শিবপুরসহ ভোলা সদর উপজেলার বিভিন্ন বাজারে এ লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শীবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন মিয়া, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল তারেকসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণকালে ভোলার কৃতি সন্তান হায়দার আলী লেলিন বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় বাংলাদেশের সকল শ্রেণী পেশা মানুষের কথা উল্লেখ রয়েছে। রাষ্ট্র কাঠামো গঠনে এই ৩১ দফা বাস্তবায়ন হলে এর সুফল সকল জনগণ ভোগ করবে। তাই জনগণের মাঝে আমরা ৩১ দফা সম্পর্কে প্রচার করে যাচ্ছি। এ সময় সাবেক এ কেন্দ্রীয় ছাত্রনেতা বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা এদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছিল।
মানুষের উপর অন্যায়, অত্যাচার জুলুম করে কেউ টিকে থাকতে পারে না শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে প্রমাণ করেছে। তিনি আরো বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য তিনি দেশের সকল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। এ ছাড়াও তিনি ভোলার বিভিন্ন পুজা ম-প পরিদর্শন করেছেন।
সম্পাদকঃ মুহাম্মদ মাকসুদুর রহমান