ভোলায় ৩ দিন ব্যাপী গ্রীস্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় ৩ দিন ব্যাপী ৫২ তম গ্রীস্মকালিন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টম্বর) বিকালে ভোলা গজনবী স্টেডিয়ামে এ প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় জেলা সদরের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শেষ দিনে অনুষ্ঠিত হয় বালক ও বালিকা ফুটবল দলের ফাইনাল ম্যাচ। এতে বালক দলে ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা দলে ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ান হয়েছে। ফুটবল ও ভলিবলসহ ৮টি ইভেন্টে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে ভোলা সদর মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম, ভোলা সদর শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।