ভোলায় জীর্ণ ঘরে দিন কাটছে শতবর্ষী জায়েদা’র

ইয়ামিন হোসেন ॥ স্বামী-সন্তান এমন কি পৃথিবীতে আপন বলতে কেউ নেই শতবর্ষী জনম দুঃখীনি জায়েদা বেগমের। জরাজীর্ণ, আলো নেই কবরের মত একটি ঘরে বসবাস করেন জায়েদা বেগম। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের খালেক চৌকিদার বাড়ীর লাকড়ি রাখা ঘরে বাস করেন আবদুল ছালেকের স্ত্রী জায়েদা বেগম। রাজাপুরের বঙ্গের চরের সম্ভান্ত্র পরিবারে জন্ম নেওয়া জায়েদার বসতভিটা রাক্ষুসী মেঘনায় হারিয়ে নিঃস্ব হয়ে যান। এরপর হারান একে একে সকল আপনজনকে। ঠাঁই নেওয়ার মত কোন জায়গা না থাকায় প্রতিবেশী আবদুল খালেক চৌকিদার জায়গা দেন জনতাবাজার এলাকায় তার বাড়ীতে। সে থেকেই জায়দা এখানে বসবাস করেন। বর্তমানে তার ঘর সংস্কার ও চিকিৎসার প্রয়োজন। সবার সহযোগিতা চেয়েছে জায়েদা বেগম। যোগাযোগের নাম্বার- ০১৭১০১০৭৮৮৭।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।