প্রেস বিজ্ঞপ্তি ॥ ভোলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের ১ম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর/২০২৫ খ্রি:) বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং মরিয়ম বেগম। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, গুজব, অপপ্রচার প্রতিরোধ, নারীর অধিকার, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ, বাল্যবিবাহ, যৌতুকের অভিশাপ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর বিকাশজনিত সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, ইভটিজিং, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বক্তব্য রাখেন এবং উপস্থিত অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন।
সম্পাদকঃ মুহাম্মদ মাকসুদুর রহমান