ভোলায় মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা পেতে এলাকাবাসীর মানববন্ধন-সড়ক অবরোধ

মো: আরিফ হোসেন ॥ ভোলায় মেঘনার ভাঙ্গনে দিশেহারা হয়ে পরেছে শিবপুর ও মেদুয়া ইউনিয়নের সাধারণ মানুষ। নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি করেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারগুলো। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় ভোলা পানি উন্নয়ন বোর্ডের সামনে যুগিরঘোল চত্তরে এই কর্মসূচি পালন করেন তারা। এলাকাবাসীর একটাই চাওয়া আর যেন তাদের ফসলী জমি এবং ভিটা বাড়ি হরাতে না হয়।
জানা গেছে, খর¯্রােতা মেঘনায় প্রতিনিয়তই ভাঙ্গছে ভোলা সদর উপজেলার শিবপুর এবং দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়ন। মেঘনার ভাঙ্গনে দিশেহারা হয়ে পড়েছেন দুই ইউনিয়নের হাজার হাজার পরিবার। মরার উপর খারার ঘা হওয়ার মত অবস্থা। একে তো ভাঙ্গছে মেঘনা, তার উপর বর্ষা মৌসূমে এ ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। কয়েক মাসের ব্যবধানে ভোলার খাল সংলগ্ন এলাকাসহ প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার ফসলি জমি ও ভিটে-মাটি নদীর গর্ভে চলে গেছে। নদী থেকে আর মাত্র ৫০ মিটার দূরে আছে শহর রক্ষা বেড়ীবাধ। যদি এই বেড়ীবাধ ভেঙ্গে যায় তাহলে ভোলা শহর পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যেখানে রয়েছে ভোলার সরকারি অনেক স্থাপনা।
আরো জানা গেছে, শিবপুরের নদী ভাঙ্গন কবলিত এলাকা থেকে ভোলা সদরের যুগিরগোলের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার এই জায়গা জুরে আছে কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়, ২০টির উপরে প্রাইমারি স্কুল। রয়েছে ভোলার একমাত্র বিদ্যাপাঠ ভোলা সরকারি কলেজ এবং ভোলার ২০ লক্ষ মানুষের চিকিৎসার শেষ ঠিকানা ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ অনেক সরকারী-বেসরকারি স্থাপনা। এই সমস্ত স্থাপনা রক্ষা করতে হলে অতি দ্রুত মেঘনার ভাঙ্গন থেকে শিবপুরকে রক্ষা করতে হবে। মেঘনার ভাঙ্গনে শিবপুর ও মেদুয়া ইউনিয়নের হাজার হাজার মানুষ তাদের ফসলী জমি এবং ভিটা-মাটি হারিয়ে আজ প্রায় নিঃস্ব। মেঘনার ভাঙ্গনে দিশেহারা হয়ে পড়েছেন নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষগুলো।
এদিকে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগের মাধ্যমে বালি দিয়ে ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু পানির ¯্রােতের কারণে সেই সব জিও ব্যাগ কোন কাজেই আসছে না। প্রতিনিয়তই ভাঙ্গনে শিবপুর ও মেদুয়া ইউনিয়ন। ওই একালার মানুষের এখন শুধু একটাই দাবী নিরাপদ টেকশই বাদ নির্মাণসহ সিসি ব্লকের মাধ্যমে এই ভাঙ্গন রোধ করতে হবে। তারই ধারাবাহিকতায় সোমবার (২৫ আগস্ট) সকালে নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে ভোলা শহরের যুগিরঘোল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি করেন স্থানীয় এলাকাবাসী ও সাধারণ জনগণ। এ সময় প্রায় ঘন্ট খানেক সময় ওই সড়কে যান চালাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধন উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম নুর হোসেন হাওলাদার। তিনি বলেন, আমরা এখন দিশেহারা বার বার পানি উন্নয়ন বোর্ডের কাছে বললে তারা কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড থেকে কিছু জিও ব্যাগে বালু দিলেও সেটা ভাঙ্গন রোধ যথেষ্ট নয়। তাই আমাদের এলাকাবাসীর দবী শুধু একটাই সিসি ব্লকের মাধ্যমে স্থায়ী বাদ নির্মাণ করে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা করা হোক। মানববন্ধন শেষে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন আরিফের বারাবর স্মারকলিপি প্রদান করেন ভাঙ্গন কবলিত এলাকার সাধারণ মানুষ।


পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন আরিফ স্মারকলিপি গ্রহণ করে অফিস রুম থেকে বের হয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের চেষ্টা চলমান আছে। আপনাদের যে দাবী সেটা আমরা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে সিসি ব্লক দিবো এবং জিও ব্যাগের মাধ্যমে বালি দিয়ে ভাঙ্গন প্রতিরোধেল কাজ সবসময় চলমান থাকবে। তার বক্তব্যের পরে এলাকাবাসী সড়ক অবরোধ থেকে সরে আসেন এবং কর্মসূচি সমাপ্ত করেন। শেষে যান চলাচল স্বাভাবিক হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।