ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥ ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বাংলাবাজার সংলগ্ন বিশ্বাস বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রয়োজনীয় কাজ শেষে বাংলাবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ইউসুফ। তিনি বিশ্বাস বাড়ি এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় মাথার মগজ বেরিয়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তবে স্থানীয়দের দাবি, বাড়ি ফেরার পথে বাংলাবাজার সংলগ্ন বিশ্বাস বাড়ি এলাকায় আসলে সেই সময় রাস্তার পাশে অন্ধকারে একটি নসিমন দাঁড়িয়ে ছিল। হঠাৎ ওই নসিমনের সাথে থাক্কা লেগে রাস্তার মধ্যে পড়ে যান। ঠিক সেই সময় ভোলা সদর থেকে চরফ্যাশনগামী একটি দ্রুতগামী ট্রাক সড়কে পড়ে থাকা ইউসুফকে চাঁপা দিয়ে চলে যায়। ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় ইউসুফের মৃত্যুতে পুরো পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরো পরিবারে চলচে শোকের মাতম। ইউসুফ ছিলেন বিবাহিত। তার ২টি সন্তান রয়েছে। যার মধ্যে ৪ বছরের এক কন্যা এবং ৪ মাস বয়সী এক ছেলে রয়েছে। স্বামীকে হারিয়ে বার বার মুর্ছা যাচ্ছেন স্ত্রী। সন্তান নিয়ে তাকে বিলাপ দিতে দেখা গেছে।
