সর্বশেষঃ

ভোলার ধনিয়ায় যুবসংহতি কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় যুবসংহতি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে ওয়ার্ড সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫ টায় ধনিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড নাসির মাঝি গুলি বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন যুবসংহতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন বিজেপির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনের সভাপতিত্বে পৌর যুবসংহতির আহবায়ক মাহেদুর রহমান শুভর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবসংহতির আহবায়ক নূরে আলম সিদ্দিকী টিটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল সর্দার, মোঃ হোসেন, মোঃ আবু তাহের। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বাবু, সদস্য ইসমাইল হোসেন আরিফ, মোঃ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোলার উন্নয়নের রুপকার সাবেক মন্ত্রী ও মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জু ভোলার উন্নায়নে যে অবদান রেখেছেন তা আজও ভোলাবাসী মনে রেখেছে, তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেও তার অবদানের জন্য ভোলাবাসীর হৃদয়ে অমর হয়ে আছেন। আজ ভোলা একটি বিচ্ছিন্ন শহর, অন্যান্য জেলা শহর থেকে অবহেলিত, ভোলার উন্নয়নের লক্ষে নাজিউর রহমান মঞ্জুর সুযোগ্য পুত্র আন্দালিব রহমান পার্থই হতে পারে আগামী ভোলার একমাত্র রুপকার।
অতিথিদের শুভেচ্ছা বক্তব্য শেষে অনুষ্ঠানের মূল অংশ হিসেবে মোঃ মোঃ তরিকুল ইসলাম রুবেল কে আহবায়ক করে ধনিয়া ইউনিয়ন ৬নং যুবসংহতির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন জেলা যুবসংহতির আহবায়ক নূরে আলম সিদ্দিকী টিটু। এসময় বাংলাদেশ জাতীয় পার্টি জেলা, পৌর শাখা, জেলা যুবসংহতি, পৌর যুবসংহতি ও ধনিয়া ৬নং ওয়ার্ড ইউনিয়ন যুবসংহতির বিভিন্ন নেতা কর্মী ও সমার্থক উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।