বোরহানউদ্দিনের সাবেক মেয়র সাইদুর রহমান মিলন মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ ইকবাল হোসেন ॥ ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির সভাপতি মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই ২০২৫) বাদ আছর বোরহানউদ্দিন কেন্দ্রীয় মডেল মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিশিষ্ট আলেম সমাজ এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। এর আগে জুমার নামাজ শেষে পৌর বাজার মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
সাইদুর রহমান মিলন মিয়া ২০০২ সালের উপ-নির্বাচনে পৌর চেয়ারম্যান এবং ২০০৩ সালের সাধারণ নির্বাচনে মেয়র নির্বাচিত হন। তিনি টানা নয় বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে পৌর এলাকায় সড়ক, ড্রেনেজ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ছিল দৃশ্যমান উন্নয়ন। রাজনৈতিকভাবে তিনি ছিলেন এক সাহসী, মানবিক ও সহজপ্রাপ্য নেতা। ২০১১ সালের নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও জালিয়াতির প্রতিবাদে তিনি সাহসিকতার সঙ্গে নির্বাচন বর্জন করেন, যা আজও স্মরণীয় হয়ে আছে।
তার স্মৃতিকে ধারণ করে “সাইদুর রহমান মিলন মিয়া স্মৃতি পরিষদ” গঠন করা হয়েছে। বর্তমানে সংগঠনটি পরিচালনা করছেন তার দুই ছেলে-মেহেদী হাসান সাগর ও মোস্তাফিজুর রহমান শাওন। তারা জানিয়েছেন, বাবার আদর্শ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। মিলন মিয়ার মৃত্যুতে এখনও বোরহানউদ্দিনে শোকের ছায়া বিরাজ করছে। শহরের অলিগলি, আড্ডার মোড় কিংবা চায়ের দোকানে আজও তার কথা শ্রদ্ধা ও ভালোবাসায় উচ্চারিত হয়।