জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ভোলায় বিএনপির রক্তদান কর্মসূচি পালিত
জেলা পর্যায়ে রক্ত মজুদ থাকলে রোগীদের ভোগান্তিতে পরতে হয়না : ড্যাব ভাইস প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টার ॥ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠানে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)’র ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম বলেন, সারা বাংলাদেশের মানুষের রক্তের প্রয়োজন। আমরা যদি পুরো জাতি সময় মতো রক্তদানে উদ্বুদ্ধ হই, জেলা পর্যায়ে যদি পরিপূর্ণ রক্ত মজুদ থাকে তাহলে রোগীদের ভোগান্তিতে পরতে হয়না। আর তাই কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সারা বাংলাদেশে বিএনপির উদ্যোগ ও সহযোগিতায় আমরা ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) দেশবাসী সবাইকে রক্তদানে উদ্বুদ্ধ করা এবং এ প্রক্রিয়াকে সচল করতে প্রতিটি জেলায় মাস ব্যাপি এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রুপিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, শফিউর রহমান কিরণ, বশির হাওলাদার, ড্যাব ভোলা জেলা সভাপতি ডাঃ শরীফ আহমেদ, সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান, জেলা বিএনপির নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাছির আলম রবিন চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টুসহ জেলা-উপজেলা-পৌর বিএনপির সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
অন্যান্য অতিথিরা এই কর্মসূচিকে সাধুবাদ, পূর্র্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস জ্ঞ্যাপন করেন। অতিথিদের বক্তব্য শেষে অনুষ্ঠানের মূল কর্মসূচি হিসেবে ভোলা জেলা ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)’র তত্ত্বাবধানে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় জেলা ও কলজে ছাত্রদলের বিভিন্ন নেতা-কর্মী রক্তদান করে এতে অংশগ্রহণ করেন।