জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ভোলায় বিএনপির উদ্যোগে রক্তদান কর্মসূচি

মোঃ শাহীন কাদের ॥ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ভোলা জেলার ড্যাব এর ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) জেলা বিএনপির কার্যালয়ে সকাল ১০টায় এ রক্তদান কর্মসূচী উদ্বোধন করা হবে। যৌথভাবে পরিচালনা করবেন ভোলা জেলা বিএনপি রক্তদান ও ব্লাড গ্রুপ। এ কার্যক্রম সার্বিকভাবে তত্ত্বাবধান করবেন ভোলা জেলা বিএনপি। রক্তদানে আগ্রহী ছাত্র-যুবকদের এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম অনুরোধ জানিয়েছেন।