খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
ভোলার দক্ষিণ দিঘলদীতে বিজেপির আহ্বায়ক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকাল ৫টায় দক্ষিণ দিঘলদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিজেপির অন্যতম সংগঠক কামরুল হাসান খোকন।
অনুষ্ঠানের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বিজেপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক প্রফেসর মোঃ নুরনবী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন মানিক, সহ-সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মজুমদার, উপ-সম্পাদক মোহাম্মদ ছাত্তার হোসেন, উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক আবুল বশার বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আইনুর রহমান জুয়েল মিয়া, সহ-সম্পাদক আবুল বাশেদ বাচ্চু, জেলা যুব সংহতির আহ্বায়ক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকি টিটু, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ গোলাম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল সরদার প্রমূখ।
অনুষ্ঠানে মোঃ সেলিম হাওলাদারকে আহ্বায়ক, হুমায়ুন কবিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ সময় বিজেপি ও তার সহযোগী বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী সভায় অংশগ্রহণ করেন।
