খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
ভোলায় যুব সংহতির পৌর ৪নং ওয়ার্ড কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় যুব সংহতি ভোলা পৌরসভা ৪নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে ওয়ার্ড সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেল ৫ টায় পৌরসভা ৪নং ওয়ার্ড ৩১ নং চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এ পৌর ওয়ার্ড যুবসংহতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান পৌর ৪নং ওয়ার্ড যুব সংহতির সাবেক সভাপতি মোঃ লিপটনের সভাপতিত্বে ও পৌর যুব সংহতির সদস্য মোঃ রমিজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টি ভোলা পৌর শাখার সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন জসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব সংহতির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আবু তাহের, মোঃ আলাউদ্দিন বাবুল, মাকসুদ সর্দার, মোঃ সৌরভ হোসেন শাওন, সদস্য শ্রী সুধাংসু শেখর দে, সদস্য মোঃ পলাশ মাতাব্বর, পৌর যুব সংহতির আহবায়ক মোঃ মাহেদুর রহমান শুভ, সদস্য সচিব মোঃ দুলাল প্রমূখ।
বক্তব্যে অতিথিরা বলেন বাংলাদেশ জাতীয় পার্টির প্রান যুব সংহতি ভোলার উন্নায়নের লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ-কে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে জয়যুক্ত করার লক্ষে ভোলা জেলা উপজেলা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যুবসংহতির নেতা কর্মীরা সকলে হাতে হাত রেখে, কাধে কাধ রেখে এক জোট হয়ে কাজ করার আহবান জানান।
অতিথিদের শুভেচ্ছা বক্তব্য শেষে অনুষ্ঠানের মূল অংশ হিসেবে আরাফাতুর রহমানকে সভাপতি, কালিমুল্লাহকে সাধারণ সম্পাদক ও মোঃ আরিফ কে সাংগঠনিক সম্পাদক করে ৪নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি ঘোষণা করেন পৌর যুব সংহতির আহবায়ক মোঃ মাহেদুর রহমান শুভ। এ সময় সেখানে বাংলাদেশ জাতীয় পার্টি পৌর শাখা, জেলা যুব সংহতি, পৌর যুব সংহতি ও ৪নং ওয়ার্ড যুব সংহতির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
