সর্বশেষঃ

বোরহানউদ্দিনে বসতঘরে আগুন, আহত-৩

স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামে আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। শনিবার (২১ জুন) রাত পৌনে ১০টার দিকে ৬নং ওয়ার্ডের বিদ্যাসুন্দরী দীঘিপাড়ের কাজীবাড়িতে এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। উদ্ধার করা হয় পুড়ে যাওয়া টাকা ও স্বর্ণ। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম।
প্রত্যক্ষদর্শী কাজীবাড়ির বাসিন্দা মো. আলম জানান, শনিবার রাত প্রায় পৌনে ১০টার দিকে ওই বাড়ির মিছির কাজীর রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। সেই আগুন তার বসতঘর ও পাশের আফসার কাজীর বসতঘরেও লাগে। আগুনে ঘরের আসবাবপত্র ও নগদ টাকাসহ স্বর্ণালংকার পুড়ে যায়। এতে ঘরের মালিক মিছির কাজীর ছেলে মোজাম্মেল কাজী (৩৫), হারুন কাজী (৩৬) ও কামাল কাজী (৩৮) আহত হন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বোরহানউদ্দিন উপজেলার ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম রোববার জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুটি গাড়ি প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া ওই ঘর থেকে পুড়ে যাওয়া নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণের একটি চুড়ি উদ্ধার করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।