সর্বশেষঃ

বরিশাল বিভাগের দায়িত্বশীল বৈঠকে আব্দুল্লাহ তাহের

সুষ্ঠ নির্বাচন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়

কাজী মহিবুল্লাহ ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল অঞ্চলের উদ্যোগে বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ-২৫ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল অঞ্চলের আয়োজনে (২১ জুন) শনিবার বরিশাল জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে ইউনিয়ন ও উপজেলার দায়িত্বশীলদের নিয়ে এ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিহ হয়।
অনুষ্ঠানে এডভোকেট মুয়াযযম হোসেন হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডা. আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের। এ সময় তিনি বলেন সুষ্ঠ নির্বাচন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর দক্ষিণ সেক্রেটারি ড. সফিকুল ইসলাম মাসুদ।

এ সময় বরিশাল বিভাগের ২১ জন সংসদীয় আসনের এমপি প্রার্থীগণ উপস্থিত ছিলেন। প্রার্থীগনের মধ্যে ভোলা থেকে অধ্যক্ষ নজরুল ইসলাম, মুফতি ফজলুল করিম, নিজামুল হক নাঈম, মাও: মোস্তফা কামালসহ অন্যন্য জেলার এমপি প্রার্থীগণ অংশ গ্রহন করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।