সর্বশেষঃ

দুই ওয়ার্ডের কমিটি ঘোষণা

ভোলা পৌর স্বেচ্ছাসেবক পার্টির দুই ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি (বিজেপি) ভোলা পৌরসভা ৫ নং ও ৬নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় ভোলা ৫নং ওয়ার্ড মিয়াজি বাড়ি দরজায় হোসেন হাফিজ মাদ্রাসার হল রুমে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
পৌর স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিজেপির সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক বিকাশ মজুমদার, যুব সংহতির যুগ্ম আহবায়ক মোঃ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ গোলাম হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিন, মোঃ জুয়েল, লিটন প্রমূখ।
বক্তব্য শেষে ভোলা পৌরসভা ৫নং ওয়ার্ডে মোঃ হাসনাইনকে সভাপতি, মোঃ মহিনকে সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ডে মোঃ মিজানুর রহমানকে সভাপতি, মোঃ সোহেলকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক পার্টির ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। এসময় সেখানে ভোলা জেলা বিজেপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী সহ ভোলা পৌরসভা ৫ ও ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক পার্টির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।