সর্বশেষঃ

ভোলার ভেদুরিয়া বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলা ভেদুরিয়া বিএনপির উদ্যোগে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল ১০ টায় ভেদুরিয়া ব্যাংকের হাট বাজার ইউনিয়ন ছাত্রদল কার্যলয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওলি উল্লাহর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মোঃ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর থানা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন।
বক্তব্যে অতিথিরা বলেন, আগামী সংসদ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন যার মধ্যে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সারা দেশে ইতিমধ্যে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের হাত ধরে ভোলা জেলা বিএনপিবআরও সুগঠিত হয়ে আগামী সংসদ নির্বাচনে ভোলা ১ আসন থেকে বিপুল পরিমাণ ভোটে জয় লাভ করবে।
এসময় সেখানে ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ, মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলামসহ ভোলা ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।