সর্বশেষঃ

দৌলতখানে ফল মেলার উদ্বোধন

মো: মিরাজ হোসাইন ॥ ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫। এরই অংশ হিসেবে ভোলার দৌলতখানেও উপজেলা কষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফলদ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। জাতীয় ফল মেলায় জনগনকে সচেতন হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২ টায় উপজেলা কৃষিবিদ হুমায়রা সিদ্দীকা’র সভাপতিত্বে এ জাতীয় ফল মেলা, ফলদ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশে ফল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষা এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফলদ বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। অনুষ্ঠান শেষে উপজেলা প্রাঙ্গণে ও বিভিন্ন সরকারি অফিস চত্বরে আম, লিচু, পেয়ারা, কাঁঠালসহ নানা জাতের ফলদ বৃক্ষ রোপণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।