খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
ভোলার দক্ষিণ দিঘলদীতে যুব সংহতির সভা অনুষ্ঠিত

এইচ এম এরশাদ ॥ বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আর্ন্দ্রালিব রহমান পার্থ এর হাতকে শক্তিশালী করার লক্ষে ভোলার দক্ষিণ দিঘলদীতে ইউনিয়ন যুব সংহতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) বালিয়া হাই স্কুলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মোঃ সেলিম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক প্রফেসর মোঃ নুরনবী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবসংহতি আহবায়ক নূরে আলম সিদ্দিকী টিটু, যুব আহবায়ক কামাল উদ্দিন সরদার, সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ আলাউদ্দিন বাবুল, পৌর আহবায়ক মাহেদুর রহমান শুভ, মোহাম্মদ আনোয়ার হোসেন, মাইনুল আলম, ইয়াসিন আরাফাত বাবুল, আবু তাহের, মোঃ হাসান প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনে কিভাবে ভোলা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত করা যায় এ লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে হানীয় ইউনিয়নের যুব সংহতি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দক্ষিণ দিঘলদী ইউনিয়ন যুব সংহতি নেতা বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আলামিন নেতৃত্বে দলে দলে নেতাকর্মীগণ সমাবেশে যোগদান করেন।
