সর্বশেষঃ

ভোলা ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

শরীফ হোসাইন : ভোলার বিভিন্ন দাবি দাওয়া, সমস্যা ও সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম। কেন্দ্রীয়ভাবে ঢাকায় তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। যেহেতু ভোলা নিয়ে কাজ করছেন তারা, তাই ভোলায় একটি কার্যকরী কমিটির প্রয়োজন ছিল। ওই প্রয়োজন অনুধাবন করে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটি ভোলা জেলা শাখা কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভার আয়োজন করে। বুধবার রাতে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ভোলা ডেভেলপমেন্ট ফোরাম ভোলা জেলা শাখার আহ্বায়ক রাজিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভোলা ডেভেলপমেন্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন আবুল কাশেম এম জে এফ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল ওহাব খান। এছাড়াও বক্তব্য রাখেন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রামের সভাপতি আজিজুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক আলী আশরাফ, দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মাকসুদুর রহমান, অ্যাডভোকেট শাহাদাত হোসেন শাহিন, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, বদ্বীপ ফোরামের প্রধান সমন্বয়কারী মীর মোশারফ হোসেন অমি, সাংস্কৃতিক কর্মী তালহা তালুকদার বাধন, ভোলা ডেভেলপমেন্ট ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ভোলা ডেভেলপমেন্ট ফোরাম ভোলা শাখার কার্যক্রম আরো গতিশীল করার জন্য নতুন সদস্য সংগ্রহ করা এবং একটি কার্যকরী কমিটি গঠনের উপস্থাপনা প্রেস করা হয়, এ সময় সকলেই একটি কার্যকরী কমিটি গঠনের পক্ষে মতামত পেশ করেন। পরবর্তীতে তাদের সমন্বয়ে আগামীতে ভোলার যে কোন বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে ভোলার ডেভলপমেন্ট ফোরামের শতাধিক সদস্য ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।