দৌলতখানের হাজীপুর মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ভোলার দৌলতখানে হাজীপুর ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ জুন মঙ্গলবার মাদ্রাসার মিলনায়তনে এ মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
১৯১২ সালে প্রতিষ্ঠিত তৎকালীন দক্ষিণাঞ্চলের বড় হুজুর পীর সাহেব আব্দুর রহিম এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন অনেক শিক্ষার্থী। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যত শিক্ষার্থী অধ্যয়ন করে গেছেন তাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মহাসিন উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মাদ্রাসাটিকে কামিল এম এ মানে উত্তীর্ণ করার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। স্মৃতিচারণ করে মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার সাবেক শিক্ষার্থী, ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ নীরব, মাস্টার মোঃ বশির উল্লাহ, সাংবাদিক ইউনুছ শরীফ, অ্যাডভোকেট লোকমান হোসেন, শিক্ষক নেতা আব্দুল্লাহ আল নোমান, শিক্ষক নেতা মোস্তফা ফারুক, কাউন্সিলর মাকসুদুর রহমান বাহার, ব্যবসায়ী হেলাল উদ্দিনসহ সাবেক শিক্ষার্থীরা।
১০/০৬/১/২৫
ছবি সংযুক্ত