সর্বশেষঃ

লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃ*ত্যু

স্টাফ রিপোর্টার, লালমোহন :
ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. অমি নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চতলা এলাকার মনু বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু অমি ওই বাড়ির মো. মিজানের ছেলে।
ওই শিশুর চাচা মো. মোসলেহ উদ্দিন জানান, বিকেলে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল অমি। এ সময় তার মা ঘরের ভেতর ছিলেন। তবে কিছুক্ষণ পর অমির কোনো সাড়াশব্দ না পেয়ে তাকে খুঁজতে শুরু করেন তার মা। একপর্যায়ে শিশু অমিকে বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক অমির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।