নির্যাতন ও হয়রানির অভিযোগ

ভোলায় সরকারী চাকুরীজীবির ভয় দেখিয়ে জমি দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের এক বিজিবি সদস্যের ক্ষমতার দাপটে বেপরোয়া তার পরিবার ও স্বজনরা বলে অভিযোগ উঠেছে। বুধবার (২১ মে) সকালে পূর্ব ইলিশা ৯নং ওয়ার্ডের কালাম মেম্বার পোল বাজার সংলগ্ম মল্লিক বাড়ীতে গিয়ে জানা যায়, দেশরক্ষার প্রহরী বিজিবি সদস্য আজগর হোসেন জন্মস্থান বাড়ী। দেশের মানুষের নিরাপত্তায় সীমান্ত এলাকায় থাকা গর্বিত এ বাহিনীর প্রশংসা থাকলেও আজগরের বিরুদ্ধে নিজ বংশের লোকজনের বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সদস্যের দাপটে তার বাবা, ভাই ও অন্য স্বজনরা মিলে জমি-জমা নিয়ে মানুষের উপর নির্যাতন করে আসছে। এমন অভিযোগ তুলেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী বারেক মল্লিকের স্ত্রী ছালেকা বেগম বেগম কয়েক বছর আগে আমরা জমি কিনেছি রশিদ মল্লিক থেকে এবং দখলেও আছি কিন্তু বিজিডি (বিজিবি) আজগরের ক্ষমতার দাপটে বেলায়েত মল্লিক, জাকির, মিলন, রাজিব, নাজিম ও রশিদ মল্লিক আমাদের উপর অত্যাচার করে আসছে। আমাদের ঘর ভেঙ্গে দিবে, আগুণ লাগিয়ে দিবে বলে হুমকি দিচ্ছে। ফাহিমা বেগম নামের এক ভুক্তভোগী বলেন, বিজিবিতে চাকুরী করে আজগর নিজেসহ আমার ভাইকে পিটিয়ে রক্তাক্ত করেছে। ফাহিমা বলেন, আজগর বলছে আমি সরকারী চাকুরী করি, আমার কথা পুলিশ, আদালত সবাই শুনবে। তোদের কথা কেউ শুনবে না।
প্রতিবেশী জাকির মল্লিক বলেন, আজগরের বলেই তারা এসব করে। সরকারী চাকুরী করে তার ক্ষমতাই তো ক্ষমতা। কাশেম মল্লিক নামের এক ব্যক্তি বলেন, এ জমি দীর্ঘ বছর বারেক মল্লিকের দখলে আছে। এখন কি ভাব যে তারা দাবী করে আমরা বুঝি না।
মোসলেহ উদ্দিন নামের আরেক ভুক্তভোগী বলেন, আজগরের ক্ষমতার বলে, বারেক মল্লিকের উপর যেমন অত্যাচার করে আসছে, জমি দখলের চেষ্টা করছে, ঘরে জ্বালিয়ে দিবে। ঠিক এ ভাবেই ভাড়াটিয়া বাহিনী এনে আমার ভাইয়ের স্ত্রী কে বেঁধে পানিতে পেলে দিয়ে ঘরে আগুণ দিয়েছে এ আজগরের আত্মীয়-স্বজনরা। আমরা গরীব মানুষ, অন্যদিকে আজগর সরকারী চাকুরী করে তাই কোর্ট কাচারি সব তাদের।
এ বিষয়ে বিজিবি সদস্য আজগরের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও সম্ভব হয়নি। তবে তার ভাই জাকির ও মিলন বলেন, আমাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের সহযোগিতা কামনা করছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।