তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে যুবসমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লালমোহনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সন্ত্রাস, নাশকতা, বাল্যবিবাহ, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বিদ্যুৎ এর লোডশেডিং, খাল খননের অনিয়ম এবং লালমোহন মহা সড়কে অটোরিকশা, ভাড়া চালিত মোটরবাইক যানজট ও সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, লালমোহন থানা অফিসার ইনচার্জ মো:সিরাজুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মো: মাসুদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, মোঃ সোহেল আজিজ শাহিন। লালমোহন পৌরসভা বিএনপির আহবায়ক সাদেক মিয়া ঝান্টুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।