লালমোহনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সন্ত্রাস, নাশকতা, বাল্যবিবাহ, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বিদ্যুৎ এর লোডশেডিং, খাল খননের অনিয়ম এবং লালমোহন মহা সড়কে অটোরিকশা, ভাড়া চালিত মোটরবাইক যানজট ও সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, লালমোহন থানা অফিসার ইনচার্জ মো:সিরাজুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মো: মাসুদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, মোঃ সোহেল আজিজ শাহিন। লালমোহন পৌরসভা বিএনপির আহবায়ক সাদেক মিয়া ঝান্টুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।