তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে যুবসমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দৌলতখানে বিষ প্রয়োগে চাষির দেড় লাখ টাকার মাছ নস্ট

স্টাফ রিপোর্টার ॥ মানুষের সঙ্গে মানুষের শদ্রুতা থাকতেই পারে, কিন্তু মাছের সঙ্গে এমন শত্রুতা ? ভোলার দৌলতখানে সাইফুল্লাহ আবেদীন বাদল নামের এক মৎস্যচাষির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় আড়াই মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ মে) দিবাগত রাতে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে। ভুক্তভোগী সাইফুল্লাহ আবেদীন বাদল ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজস্ব পুকুরে সফলভাবে মাছ চাষ করে আসছেন।
বাদল জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেল ৪টার দিকে তিনি মাছের খাবার দিতে পুকুরে যান। তখনই লক্ষ্য করেন, বেশ কিছু মাছ ভেসে উঠছে। কিছু বুঝে ওঠার আগেই পুকুরের সব মাছ মরে যায়। মাগুর ও কৈসহ প্রায় আড়াই মণ মাছ মারা গেছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ‘কে বা কারা পুকুরে বিষ ঢেলে দিয়েছে, তা আমি নিশ্চিত নই। তবে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ধারণা করছি, পূর্ব শত্রুতার জেরেই কেউ এই ক্ষতি করেছে।
এ বিষয়ে দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনজ কুমার সাহা বলেন, ঠিক কী কারণে মাছগুলো মারা গেছে, তা জানতে পানি পরীক্ষার প্রয়োজন। তবে ভোলায় পানি পরীক্ষার যন্ত্রপাতি নেই, ফলে নির্ভরযোগ্যভাবে কিছু বলা যাচ্ছে না।