মনপুরায় বজ্রপাতে দুই গরুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, মনপুরা ॥ ভোলার মনপুরায় বজ্রপাতে মো. আলাউদ্দিন নামে এক কৃষকের ২টি গরু মারা গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষকের। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে কৃষকের গোয়ালঘরে বজ্রপাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. আলাউদ্দিন উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা।
কৃষক মো. আলাউদ্দিন জানান, সকালের দিকে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত হচ্ছিল। হঠাৎ একটি বিকট শব্দ হয় গোয়ালঘরের কাছে। এতে গোয়ালে থাকা তাঁর দুটি গরু মারা যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়। তিনি বলেন, পরিবারের উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক জানান, মনপুরায় বজ্রপাতে দুটি গরু মারা গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারিভাবে সাহায্য এলে ওই কৃষককে সহযোগিতা করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।