তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে যুবসমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ভোলায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রকল্প প্রদর্শনীতে ৩য় স্থান অর্জন করেছে মৌলভীরহাট মাদ্রাসা

ইয়ামিন হোসেন ॥ ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এ স্লোগানে ভোলায় অনুষ্ঠিত হয়েছে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে এ মেলা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রকল্প প্রদর্শনীতে ৩য় স্থান হয়েছে ভোলা সদর উপজেলার জংশনস্থ মৌলভীরহাট হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের প্রদর্শনী। গ্রামীণ উন্নত জীবনযাত্রা ও ঘূর্ণিঝড় এলার্ম প্রদর্শনী প্রকল্পে অংশ নিয়েছে তারা। প্রদর্শনীতে দল নেতা হিসেবে ছিলেন আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ সুমন এবং সহযোগী হিসেবে ছিলেন আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী সাইফা, খাদিজা ও দশম শ্রেণির শিক্ষার্থী মনোয়ারা মাহি।