তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে যুবসমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সভাপতি নয়ন-সম্পাদক রাফসান
লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশনের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১ বছরের জন্য জুনাইদুল ইসলাম নয়নকে সভাপতি ও তরিকুল ইসলাম রাফসানকে সাধারণ সম্পাদক করে মোট ১৯৪ সদস্যের এই কমিটিকে অনুমোদন প্রদান করেন লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশনের উপদেষ্টা মো. বাহালুল কবির শাকিল, মো. মিজানুর রহমান জুয়েল, মো. জুবায়েদুর রশিদ ও মো. সাদিদ হোসেন।
নতুন কমিটি নির্বাচনের প্রক্রিয়া লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। সংগঠনের গতিশীলতা রক্ষায় এ কমিটি গঠন করা হয়েছে সুচিন্তিত ও সংগঠনের নীতিমালা অনুযায়ী। নতুন কমিটি সংগঠনের আদর্শ বজায় রেখে আগামী দিনে আরও কার্যকর উদ্যোগ ও অর্জনের পথে এগিয়ে যাবে এই প্রত্যাশা সকলের।