তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে যুবসমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নবনিযুক্ত সভাপতিকে সংবর্ধনা
ভোলায় শিক্ষক-স্টাফদের মাঝে ‘তাইসিরুল কোরআন’ উপহার প্রদান

স্টাফ রিপোর্টার ॥ ভোলা জেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ইদারার মূলকেন্দ্র হিফজুল কুরআন মুজাব্বিদ দাখিল মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি মুফতি মাওলানা মোঃ রেযাউল কারীম বুরহানীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও স্টাফ সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য সুশৃঙ্খল প্রশাসন, আন্তরিক শিক্ষক এবং একাগ্র ছাত্রসমাজের সমন্বয় অপরিহার্য। এই প্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্যকে এগিয়ে নিতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষার প্রসার ও চরিত্র গঠনমূলক শিক্ষায় হিফজুল কুরআন মুজাব্বিদ মাদ্রাসা ইতোমধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।
সংবর্ধনা উপলক্ষে সভাপতি’র পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষক ও স্টাফ সদস্যদের মধ্যে পবিত্র কুরআন শিক্ষায় সহায়ক বাংলা অনুবাদ সম্বলিত প্রখ্যাত গ্রন্থ ‘তাইসিরুল কোরআন’ উপহার হিসেবে প্রদান করা হয়। উপহার গ্রহণ করে শিক্ষক-কর্মচারীবৃন্দ সভাপতি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপারিনটেনডেন্ট মাও. ফখরুদ্দিন। উপস্থাপনায় সহ-সুপার মাও. অহিদুল্লাহ আনসারী। এছাড়া প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের ভেতরে সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।